ঢাকা      মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

ক্রীড়া কমপ্লেক্সে নির্মাণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

IMG
21 October 2024, 2:49 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: সাভারে ক্রীড়া কমপ্লেক্সে নির্মাণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে। অনিয়মের সঠিক তদন্ত করে অভিযুক্ত প্রকল্প পরিচালক উপসচিব (ডিএস) আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেছ উর রহমান । আজ সোমবার সকালে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মোঃ মোখলেছ উর রহমান এসময় আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার দেশের মানুষ কিছু কিছু দুর্নীতির বিষয়ে দৃশ্যমান এ্যাকশন দেখতে পাচ্ছে কিছু কিছু আন্ডার প্রসেস কোন নিয়মের বাহিরে হবে না নিয়মের বাইরে কোন সরকারী কর্মকর্তা বা কর্মচারী যেতে পারবে না সরকারী চাকরী করলে সততা এবং সাহস থাকতে হবে এর বাইরে কেউ আমরা চাকরি করতে পারবো না।

তিনি আরও বলেন, বর্তমানে চাকরির ক্ষেত্র বড় হচ্ছে এতদিন এটা স্থবির হয়ে পড়েছিলো এই জায়গাটায় সরকার সক্রিয় ও আন্তরিক হয়েছে জনগণের সরকার যাতে করে জনগণের চাকরি হয় সেই কাজটি করা হচ্ছে। বর্তমানে পুলিশ বাহিনীতে যারা অনুপস্থিত রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা দুর্নীতি করে সরকারী কর্মকর্তারা স্ত্রীর নামে ব্যাংক বালেন্স করা যাবে না বলেও বলেন তিনি।

উল্লেখ্য সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে ব্যাংক টাউন এলাকায় অবস্থিত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্সে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক উপসচিব (ডিএস) আবদুল্লাহ আল মামুনের প্রকল্পের অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। সরকারের ১২ একর খাস জমির ওপর সাড়ে ৪ শত কোটি টাকার এই প্রকল্পে বেশ কিছু দূর্নীতির অভিযোগ রয়েছে। ফলে ২০২১ সালের সেপ্টেম্বরে এই প্রকল্পের কাজ শুরু হলেও বিগত তিন বছরে এর নির্মাণ কাজ হয়েছে মাত্র ১০ শতাংশের মতো। যার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে চলতি বছরের ২৪ ডিসেম্বরের মধ্যে। সরেজমিনে গিয়ে সেখানে দেখা যায় কাজ চলছে ধীর গতিতে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই।

এসময় বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান উপস্থিত ছিলেন।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন