ঢাকা      মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

প্রোটিয়াদের ২ উইকেট তুলে নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

IMG
21 October 2024, 3:15 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুর টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে প্রোটিয়ারা। ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৫ রান তুলে চা বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশর চেয়ে এখনও তারা পিছিয়ে আছে ৪১ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ওপেনিংয়ে নামেন এইডেন মারকরাম ও টনি ডি জর্জি। তবে ইনিংসের প্রথম ওভারেই এই জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তার বিদায়ে ৯ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এইডেন মার্করামের বিদায়ের পর ক্রিজে আসেন ট্রিস্টান স্টাবস। টনি ডি জর্জিকে সঙ্গে নিয়ে দেখেশুনেই খেলতে থাকেন তিনি। দলীয় ২২ রানেই এই জুটি ভাঙার সুযোগ পায় বাংলাদেশ। তবে মিরাজের বলে ট্রিস্টান স্টাবসের ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয়। যার ফেলে জীবন পান স্টাবস।

তবে জীবন পেলেও তাকে বেশিদূর এগোতে দেননি তাইজুল ইসলাম। তাইজুলের বলে স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফির যান ট্রিস্টান স্টাবস। আউট হওয়ার আগে করেন ২৭ বলে ২৩ রান। তার বিদায়ে ৫৫ রানে ২ উইকেট হারায় সফরকারীরা।

৫৫ রানে ২ উইকেট হারানোর পর জুটি টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহ্যাম। চা বিরতির আগের সময়টুকু তারা নির্বিঘ্নে পার করে দেন তারা। এই জুটিতে ভর করে ১৬ ওভারে ৬৫ রান করে চা বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশর চেয়ে এখনও তারা পিছিয়ে আছে ৪১ রানে।

এর আগে আজ সোমবার (২১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে যেতে থাকে বাংলাদেশেল ব্যাটিং লাইন-আপ। উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশি ব্যাটারদের ওপর। যার ফলে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের মাত্র চার ব্যাটার পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কের ঘরে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন