ঢাকা      মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

প্রাথমিকে ৯৫৭২ সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি, দ্রুত নিয়োগ

IMG
22 October 2024, 10:36 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি হতে যাওয়া সহকারী প্রধান শিক্ষক পদে জনবল নিয়োগ হবে। ১৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় পদটি সৃষ্টিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, ৯ হাজার ৫৭২ জন সহকারী প্রধান শিক্ষক নিয়োগে আগামী ছয় মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ৫৬৬টি সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাব যাচাই-বাছাই শেষে ৯ হাজার ৫৭২টি পদ সৃষ্টির জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৫০–এর বেশি, সেখানে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের স্মারকের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি পদ সৃজনে কয়েকটি শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকে এ পদ আগে ছিল না। যেহেতু এটি নতুন পদ, তাই এ পদে নিয়োগের যোগ্যতা কী হবে, পরীক্ষা কীভাবে নেওয়া হবে, বেতন কত হবে—এসব বিষয় আমাদের প্রাথমিকের নিয়োগ নীতিমালায় অন্তুর্ভুক্ত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সেটি আবার জনপ্রশাসনে পাঠিয়েছে। শিগগিরই আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈঠকের পর এ পদের নিয়োগবিধি চূড়ান্ত করা হবে।’

কবে নাগাদ এ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে, এ প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘নিয়োগবিধিমালায় পদটি অন্তর্ভুক্ত হওয়ার পর আর বেশি প্রক্রিয়া থাকবে না। যত দ্রুত সম্ভব আমরা বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করব। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে এ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন