ঢাকা      মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

IMG
22 October 2024, 6:31 PM

এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানানো হয়।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা পৌরপার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি স্টেশন রোড দিয়ে সার্কুলার রোড হয়ে ডিবি রোড ঘুরে পুরাতন জেলখানা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি মিথ্যাচার করেছেন। এর ফলে তিনি রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা হারিয়েছেন। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য তিনি ষড়যন্ত্র করছেন। শহীদ ভাইদের রক্তের দাগ আমরা এখনো ভুলে যাইনি। বক্তারা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি জানান। সেইসঙ্গে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে অবিলম্বে তাদের নিষিদ্ধ করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মেহেদী হাসান, বায়েজিদ বোস্তামি জীম, দিবস রহমান, মৌটুসী ইনাম, কাফি ইসলাম লিমনসহ আরও অনেকে বক্তব্য দেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন