ঢাকা      শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
শিরোনাম

আসছে ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন, পদসংখ্যা হতে পারে ৩৪৬০

IMG
24 October 2024, 10:41 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ৪৭তম বিসিএস পরীক্ষায় নিয়োগের বিজ্ঞাপন দিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে তিন হাজার ৪৬০ পদে নিয়োগ দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারি কর্ম কমিশনকে বুধবার (২৩ অক্টোবর) চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পিএসসি জানায়, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগগুলোর চাহিদা মোতাবেক তিন হাজর ৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

এদিকে প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ ওঠায় গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ৪৬তম বিসিএস পরীক্ষায় অংশ নেয়া ২৪ জন পরিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটটি হাইকোর্টের একটি বেঞ্চে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শুনানির জন্য উপস্থাপন (মেনশন) করা হবে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী শাহ নাভিলা কাশফি।

প্রশ্নফাঁসের অভিযোগে গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে এর আগে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সে নোটিশের পর যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রিটটি করা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন