ঢাকা      শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
শিরোনাম

দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের টার্গেট বাংলাদেশের

IMG
24 October 2024, 11:34 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে খেলতে নেমে ২৪ রান যোগ করতেই বাকী ৩ উইকেট হারায় টাইগাররা। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে গিয়েও তা মিস করেছেন মেহেদী হাসান মিরাজ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৯ ওভার ৫ বলে ৩০৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। লের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য ১০৬ রান।

মিরাজ ৮৭ ও নাইম হাসান ১৬ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নামে। কোনো রান যোগ না করেই রাদাবার বলে সাজঘরে ফিরে যান নাইম। এরপর দ্রুতই আউট হয়ে ফিরে যান তাইজুল। ৭ বলে ৭ রান করেন তিনি।

এরপর শেষ ব্যাটার হিসেবে মিরাজ আউট হলে ৩০৭ রানে গুটিয়েন যায়। ১৯১ বলে ৯৭ রান করেন এই টাইগার ব্যাটার। প্রোটিয়াদের পক্ষে রাবাদা নেন ৬টি উইকেট।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন