ঢাকা      মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
শিরোনাম

সাবেক মেয়র তাপসকে দুদকে তলব

IMG
24 October 2024, 4:07 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে তার তলবি চিঠি রাজধানীর বনানীর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।

যেখানে তাকে ৩ নভেম্বর সকাল ১১টায় হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

দুদক উপপরিচালক মনিরুল ইসলাম সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

তাপসের বিরুদ্ধে অভিযোগ, টেন্ডার, ইজারা, নিয়োগ, দোকান বরাদ্দসহ অসংখ্য কাজ করেন তিনি নিজের আত্মীয়-স্বজন ও তার সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই হবে না, অস্ত্রও উদ্ধার করতে হবে: সেলিমা রহমানছাত্রলীগকে নিষিদ্ধ করলেই হবে না, অস্ত্রও উদ্ধার করতে হবে: সেলিমা রহমান

এর আগে গত ৮ অক্টোবর সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তার স্ত্রী আফরিন তাপস শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাঁদের ব্যক্তিমালিকানাধীন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন