ঢাকা      মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
শিরোনাম

অস্ট্রেলিয়া থেকে দেশের পথে মির্জা ফখরুল

IMG
25 October 2024, 2:54 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অস্ট্রেলিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় আজ শুক্রবার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান অস্ট্রেলিয়া বিএনপি নেতাকর্মীরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানবন্দরে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাধারণ সম্পাদক মো, আবুল হাছান, সহ-সভাপতি মো. কামরুল হাসান আজাদ, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, ইঞ্জিনিয়ার হাবিব রহমানসহ মোহাম্মদ জাকির হোসেন, রাজু মোহাম্মদ, কুদ্দুসুর রহমান, অহিদুল ইসলাম, সর্দার মামুন, সায়েদ রহমান রিয়ালসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন