ঢাকা      রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১
শিরোনাম

বহুল আলোচিত বাফুফের নির্বাচন আজ

IMG
26 October 2024, 12:19 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আজ শনিবার রাজধানীর অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন-২০২৪। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এর ভোটগ্রহণ।

এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত একই হেটেলে হবে বাফুফের সাধারণ সভা (এজিএম)। বাফুফের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত কমিটি আগামী চার বছর বাংলাদেশ ফুটবলের রক্ষাকর্তা হবেন। কিন্তু এবারের নির্বাচনে কারা এগিয়ে? কাদের অধীন যাচ্ছে বাংলাদেশ ফুটবল?

সভাপতি পদে লড়াই হবে দুই প্রার্থী তাবিথ আওয়াল ও এএফএম মিজানুর রহমানের মধ্যে। তবে এই দুই সভাপতি প্রার্থীর মধ্যে নামে ও ভারে তাবিথ আওয়াল অনেকটাই এগিয়ে। বিএনপিপন্থি রাজনীতির সঙ্গে জড়িত তাবিথ এর আগেও বাফুফের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাই ফুটবল অঙ্গনে তার পথচলা বেশ মসৃণ। অপরদিকে তৃণমূলের সংগঠক মিজানুর রহমান দেশের ফুটবলের শীর্ষ পর্যায়ে অনেকটাই অপরিচিত। একই সঙ্গে কাউন্সিলরদের সঙ্গেও তার খুব একটা যোগাযোগ নেই। তাই তাবিথ আওয়াল যে সভাপতি পদে নির্বাচিত হতে যাচ্ছেন সেটা খালি চোখেই ধারণা করা যায়।

এদিকে সভাপতির পর বাফুফের দ্বিতীয় সর্বোচ্চ পদ সিনিয়র সহ-সভাপতি। যে পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। হাকডাক দিয়েও তরফদার রুহুল আমিন মনোনয়ন তুলে নেওয়ায় ইমরুল হাসানের সিনিয়র সহ-সভাপতি হওয়া এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

এছাড়া চারটি সহ-সভাপতি পদের জন্য ছয়জন। এই পদে লড়ছেন নাসের শাহরিয়ার জাহেদি। যশোরের সনামধন্য শামস উল হুদা ফুটবল একাডেমির চেয়ারম্যান তিনি। জেলার গণ্ডি পেরিয়ে এবার ফুটবলে সুরভী ছড়াতে আসতে চান বাফুফেতে।

এছাড়া ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করবেন। বাফুফে নির্বাচনে এবার আকর্ষণ ও প্রতিদ্বন্দ্বিতা মূলত সদস্য পদে। এই পদে প্রার্থী হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক, তারকা ফুটবলার, সংগঠক, ব্যবসায়ী এবং সমর্থকও।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন