ঢাকা      মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
শিরোনাম

হাসানাতের ছেলে মঈন আব্দুল্লাহ ৫ দিনের রিমান্ডে

IMG
26 October 2024, 6:38 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর এই আদেশ দেন।

এদিন আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল শুক্রবার দিবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে গোয়ান্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। পরে একইদিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশের ডাক দেয়। বিএনপির সমাবেশে এদিন হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবদল নেতা শামীম মারা যান। সবশেষ গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন