ঢাকা      বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
শিরোনাম

ইসরায়েলি হামলায় এক দিনে গাজায় ১৪৩ জন, লেবাননে ৭৭ জন নিহত

IMG
30 October 2024, 9:40 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলি বাহিনীর ভয়াবহ বর্বরতা চলছেই। হামলায় দুই দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ১৪৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে।

এছাড়া লেবাননেও নিরলস হামলা চালাচ্ছে ইসরাইল। সেখানে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় আরও ৭৭ লেবানিজ নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে ইসরাইল বিমান হামলা চালালে ১৩২ ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে নারী ও শিশু আছেন। আহত হয়েছেন অনেকে। এখনো নিখোঁজ কয়েক ডজন মানুষ। তারা ভবনের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন বলে ধারণ করা হচ্ছে। হামলার শিকার হওয়া পাঁচতলা ভবনটিতে গাজার বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন।

হাসপাতাল ও চিকিৎসক সূত্রে আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন। এর মধ্যে ১৩২ জনই নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে।

কয়েক দিন ধরে উত্তর গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল।

অন্যদিকে লেবাননে মঙ্গলবার এক দিনে ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে সময়-সময় হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে মাসখানেক ধরে তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে। চালাচ্ছে স্থল অভিযানও।

আল-জাজিরা বলছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৭৮৭ জন মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১২ হাজার ৭৭২।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, মাসখানেক আগে স্থল অভিযান শুরুর পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের অন্তত ৩৩ সেনা নিহত হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন