ঢাকা      বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
শিরোনাম

বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ

IMG
30 October 2024, 11:03 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ সভা হবে আজ বুধবার। বেশ কয়েকটি বড়সড় বিষয় সামনে রেখে আলোচনায় বসবে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড। মাঠ কিংবা মাঠের বাইরের নানা ইস্যুতে আসতে যাচ্ছে সাহসী সিদ্ধান্ত।

বাংলাদেশ জাতীয় দল এই মুহূর্তে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চলছে অনুর্ধ্ব ১৯ দলের খেলাও। এর বাহিরের ক্রিকেটাররা আছেন বিসিএলে। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় চলছে দেশের ক্রিকেটে।

তবে ক্রিকেটের ব্যস্ততার মাঝে ব্যস্ততা বেড়েছে ক্রিকেট বোর্ডেও। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে বোর্ড সভা ডেকেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যা তার অধীনে চতুর্থ বোর্ড সভা।

নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদায়ী সভাপতি। দেশে ক্ষমতার পালাবদলের পর সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও এখনো রয়ে গেছেন পরিচালক হয়ে। তবে এবার তারও ইতি ঘটতে পারে আজ।

পরিবর্তিত পরিস্থিতিতে হাতেগোনা কয়েকজন পরিচালক নিয়েই এখন চলছে বিসিবি। তবে এই স্থবির অবস্থা থেকে বের হয়ে আসতে চায় ক্রিকেট বোর্ড।

এর মাঝেই ক্রীড়া মন্ত্রণালয় থেকেও বিষয়টা নিয়ে চিঠি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এনএসসির পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়েছে শূন্যপদ পূরণে বিসিবি কী পদক্ষেপ নিয়েছে। সেই সাথে এই নিয়মের আওতায় পড়া পরিচালকদের নামের তালিকাও চেয়েছে তারা।

তাছাড়া সাকিব আল হাসানের ভাগ্যও নির্ধারণ হতে পারে আজ। আসন্ন আফগানিস্তান সিরিজে তার খেলার সুযোগ নিয়ে কথা হবে। নিরাপত্তা শঙ্কায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা এই অলরাউন্ডার আফগান সিরিজে থাকবেন কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা।

সেউ ধোঁয়াশা দূর করার পাশাপাশি পরিস্কার করা হবে নেতৃত্ব নিয়ে উঠা সাময়িক সমস্যাও। ব্যাট হাতে নিজের বাজে সময় আর দলের ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি দায়িত্ব ছেড়ে মন দিতে চান ব্যাটিংয়ে।

উল্লেখ্য, আজ (বুধবার) দুপুর থেকে মিরপুরের বিসিবি’র কার্যালয়ে অনুষ্ঠিত হবার কথা এই বোর্ড সভা। ইতোমধ্যে এই সভার আমন্ত্রণপত্র পৌঁছে গেছে পরিচালকদের হাতে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন