ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

বেসিসের সভাপতি হলেন এম রাশিদুল হাসান, ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন

IMG
31 October 2024, 4:26 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন সভাপতি হয়েছেন সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রাশিদুল হাসান।

গত ১৭ অক্টোবর বেসিসের সভাপতি ও পরিচালক পদ থেকে রাসেল টি আহমেদ এবং সহসভাপতি (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করার পর থেকে এত দিন এই দুই পদ শূন্য ছিল।

গতকাল বুধবার বেসিসের নির্বাহী পরিষদের জরুরি সভায় জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। একই সভায় পরিচালক মো. মোস্তাফিজুর রহমানকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং পরিচালক এম আসিফ রহমানকে সহসভাপতি (অর্থ) নির্বাচিত করা হয়েছে।

গত মে মাসে অনুষ্ঠিত বেসিসের ২০২৪-২৬ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। নির্বাচনে ১১টি পদের বিপরীতে তিনটি প্যানেলের ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওয়ান টিমের সদস্য হিসেবে সাধারণ সদস্য শ্রেণি থেকে বিজয়ী হন এম রাশিদুল হাসান। এর আগে বেসিসে বিভিন্ন মেয়াদের কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি ও যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন