ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলার এজাহার নামীয় আসামী পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানাকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্থানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মামলার বাদী ফাতেমার স্বামী হাসান মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি ও পেশায় একজন সাংবাদিক ছিলেন। গত ৩১ জুলাই রাত দেড়টায় নিজ বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফিরে আসেননি। তিনি ফিরে না আসায় ফাতেমা অনেক খোঁজাখুজি করার পর জানতে পারেন সাদা পোশাকে অস্ত্রধারীসহ অজ্ঞাত ৫০/৬০ জন হাসান মাহমুদকে তুলে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে তিনি খবর পান তার স্বামীর লাশ গোড়ান ছাপড়া মসজিদের সামনে রাস্তায় পড়ে রয়েছে।
বাদী ওইদিন ভোর সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে গিয়ে স্বামীর দেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা ৩৫ জনের নাম উল্লেখসহ আরো ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে গত ৩০ আগস্ট খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com