ঢাকা      শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
শিরোনাম

৫৯ বছরে পা রাখলেন শাহরুখ

IMG
02 November 2024, 4:40 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন বলে কথা। ঘড়িতে রাত ১২টা বাজতেই মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়ির সামনে হাজির হয়ে তিনি সিক্ত হলেন অসংখ্য ভক্তের ভালবাসায়। বলিউড বাদশাহ আজ ৫৯ বছরে পা রাখলেন।

১৯৬৫ সালের আজকের দিনে ভারতের নয়াদিল্লিতে শাহরুখ খানের জন্ম। নব্বইয়ের দশক শুরু করে তিন দশক ধরে অভিনয় জীবনে তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বরাবরের মতো এবারও জন্মদিনের প্রথম প্রহরে ভক্ত ও সহকর্মীদের শুভকামনায় ভাসছেন এ অভিনেতা। মধ্যরাত থেকেই কিং খানের বাসভবন মান্নাতকে ঘিরে জনসমুদ্র তৈরি করেন ভক্তরা। সবার একটাই চাওয়া। বিশেষ দিনে শাহরুখ দর্শন করবেন তারা।

কিং খানও নিরাশ করলেন না। প্রতিবারের মতো এবারও মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল তাকে। ভিড়ের উদ্দেশে ছুড়লেন চুমু। নাড়লেন হাত।

আগেই খবর হয়েছে শাহরুখের ৫৯ তম জন্মদিন উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করছেন তার স্ত্রী গৌরী খান। আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে শুরু করে সাইফ, কারিনার মতো বলিপাড়ার তাবড় তারকারা রয়েছেন এই পার্টির আমন্ত্রিতদের তালিকায়।

২৫০ জনের কাছে এই পার্টির আমন্ত্রণপত্র গেছে বলে জানা গেছে।

শাহরুখের জন্য গত বছরটা ছিল বিশেষ। ২০২২ সাল পর্যন্ত শোনা যাচ্ছিল, তিনি নাকি ফুরিয়ে গেছেন। কিন্তু ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি ছবিই হাজার কোটির গণ্ডি পেরিয়েছে। পাশাপাশি ‘ডাঙ্কি’ সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন