ঢাকা      মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
শিরোনাম
  • বাংলাদেশ গ্লোবালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চাইলে +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭৪০-৬৪২৯৩০ নম্বরে যোগাযোগ করুন।
  • বাংলাদেশ গ্লোবালে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

IMG
03 November 2024, 11:09 AM

পঞ্চগড়, বাংলাদেশ গ্লোবাল: সনাতন ধর্মাবলম্বীদের আলোর উৎসব দীপাবলি (কালীপূজা) ও ছটপূজা উপলক্ষে তিন দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার (৩ নভেম্বর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কালীপূজা ও ছটপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় গত বৃহস্পতিবার ও শনিবার এবং সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ তিন দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখেন ব্যবসায়ীরা। রোববার সকাল থেকেই আবারও বন্দর দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, কালীপূজা ও ছটপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি তিন দিন বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবীর বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। আজকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন