ঢাকা      মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
শিরোনাম

শীতকালীন সবজি উঠায় স্বস্তি ফিরছে লালমনিরহাটের কাঁচাবাজারে

IMG
03 November 2024, 12:31 PM

লালমনিরহাট, বাংলাদেশ গ্লোবাল: শীতকালীন সবজি উঠায় স্বস্তি ফিরতে শুরু করেছে লালমনিরহাটের কাঁচাবাজারে। কিছুদিনের মধ্যেই সব রকমের শীতকালীন সবজির দাম আরো কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা।

আজ রোববার সকাল ৯টায় লালমনিহাটের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে পটোল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, ঝিঙে৪০- ৫০টাকা, বেগুন৩৫- ৪০টাকা, ফুলকপি ৪৫-৫০ টাকা ,পেঁপে ১৫-২০, লাউ পিস প্রতি ২০-৩০, মুলা ৩০-৩৫,শসা ৩০-৩৫, শিম পোয়া (২৫০ গ্রাম) প্রতি বিক্রি হচ্ছে ৩০টাকায়, লেবুর হালি ২০টাকা। ধনিয়া পাতা এক পোয়া (২৫০ গ্রাম )২০টাকা, আলু ৬০টাকা, ছোট কোরলা পোয়া (২৫০ গ্রাম)বিক্রি হচ্ছে ২০টাকায়। কিছুদিন আগে এসব সবজির দাম ১০০ টাকার ওপরে ছিল। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা দরে, দুই সপ্তাহ আগে যা ছিল ২৫০ টাকার ওপরে।

লালমনিরহাট সদরের এলাকার বড়বাড়ী বাজারে আড়ৎ এ সবজি বিক্রি করতে আসা কৃষক হাফিজার রহমান (৪৪) বলেন, আগে সবজি বাজারে বেশি করে নিয়ে আসতে পারিনি, সবজির সংকট ছিলো কিন্তু এখন আমাদের নতুন ক্ষেতের সবজি গুলো বাজারে উঠতে শুরু করেছে তাই এখন কাঁচা শাকসবজির দাম ও কমতে শুরু করেছে। একই এলাকার সবজি বিক্রেতা মোঃ আব্দুল জহির(৩৭) বলেন, শীতের সবজির সরবরাহ বাড়ছে। সবজির দাম কমে আসায় স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

পঞ্চগ্রাম ইউনিয়নের হাফিজ মিয়া (৪০)নামে এক ক্রেতা বলেন, কিছুদিন ধরে শাক সবজির দাম চড়া ছিল , কিন্তু এখন কাঁচা সবজির বাজার স্বাভাবিক রয়েছে।

লালমনিরহাট সদরের বড়ো আড়ৎ বড়বাড়ী বাজার আড়ৎদের ইজারাদার মোসারব আলী জানান; বন্যা ও বৃষ্টিতে আমাদের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই কিছুদিন যাবত সবজির বাজার বেশি ছিলো। বর্তমানে সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে শীতের সবজির দাম।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন