ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আজ সোমবার (০৪ নভেম্বর) সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আসামিকে তোলা হলে এ আদেশ দেয়া হয়।
পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি শাওন হোসেনকেও।
গ্রেফতারের আবেদনপত্রে পুলিশ জানিয়েছে, ৫ আগস্ট দুপুরে রাজধানীর বকশিবাজার এলাকায় গণআন্দোলন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাস্তায় নামেন আসামিরা। পরে মামলার বাদী ফয়জুল করিমকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে হাজী সেলিম ও শাওনের গ্রেফতার চাওয়া হয়। এ নিয়ে ৫টি মামলায় গ্রেফতার দেখানো হলো হাজী সেলিমকে৷ এখন পর্যন্ত ১৫টি মামলার এজহারনামীয় আসামি তিনি।
আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, জামিন চেয়ে আবেদন করা হলেও আদালত এ মামলা হাজী সেলিমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com