ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

রাজধানীতে তীব্র যানজট

IMG
05 November 2024, 1:30 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানী ঢাকার অধিকাংশ রাস্তায় আজ মঙ্গলবার দেখা দিয়েছে তীব্র যানজট। সকাল সকাল যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।

আজ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় ইসলামী মহাসম্মেলন যোগ দিতে হাজার হাজার অংশগ্রহণকারী এসেছেন। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকা ভরে গেছে আলেম–ওলামাদের ভিড়ে।

সকাল থেকেই রাজধানীর সড়কে আজকের সম্মেলনে অংশগ্রহণকারীদের বহনকারী বিভিন্ন যানবাহন চলতে দেখা যায়। অনেক অংশগ্রহণকারীকে পায়ে হেঁটেও সম্মেলন স্থলের দিকে যেতে দেখা গেছে। মেট্রোরেলেও ছিল সম্মেলনে আসা ব্যক্তিদের ভিড়। এতে করে মেট্রোরেলে বাড়তি চাপ পড়ে।

সকাল পৌনে সাতটার দিকে সার্ক ফোয়ারা মোড়ে অন্তত ১০ মিনিট আটকে ছিলেন জিনিয়া হাসান। তিনি বললেন, ‘অন্য দিন এত সকালে এমন যানজট কখনোই দেখিনি। আজ এত সকাল থেকে রাস্তায় অনেক যানবাহন দেখলাম।’

রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম মোটরসাইকেলে করে তাঁর বাসা থেকে কারওয়ান বাজার এসেছেন। বিজয় সরণি পর্যন্ত নির্বিঘ্নে আসতে পারলেও এরপর থেকে তীব্র যানজটের মুখে পড়েন।

নজরুল ইসলাম বলছিলেন, ‘বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত এলাকা নিশ্চল হয়ে পড়েছিল। যানবাহন আটকে ছিল রাস্তায়। একটু একটু করে গাড়িগুলো নড়ছিল।’

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাজনীন ইসলাম তাঁর সন্তানকে নিয়ে বের হন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে ভালোভাবেই ফার্মগেট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। কিন্তু এরপর গন্তব্যস্থল কারওয়ান বাজারের দিকে যেতে পারছিলেন না। অগত্যা তিনি মেট্রোরেলে উঠে পড়েন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। আজ মঙ্গলবার ক্যাম্পাস ঘুরে দেখা যায় সকাল থেকে আশপাশের রাস্তায় প্রচণ্ড যানজট। রাজু ভাস্কর্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সমাবেশে আসা লোকদের ভিড়।

সকাল থেকে যেসব শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাসের উদ্দেশে রওনা দিয়েছিলেন, তাঁরাও দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিলেন। যানজটের কারণে কিছু কিছু বিভাগে ক্লাস বাতিল করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। কিন্তু এত বিপুলসংখ্যক মানুষকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। গতকাল রাত থেকে ক্যাম্পাসের আশপাশে আমরা গাড়ি রাখতে দিইনি। কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।’

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন