ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের নির্বাচন আজ। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শেষ নির্বাচনি প্রচার চালিয়েছেন দোদুল্যমান রাজ্যগুলোতে। সামাজিকমাধ্যমে কমলা হ্যারিসকে নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প।
সোমবার রাতে ট্রাম্প একটি ভিডিও শেয়ার করেন এক্সে (সাবেক টুইটার)। সেখানে তিনি লেখেন, আজ গ্যাস্টনিয়া, নর্থ ক্যারোলাইনাতে তিনটি সুন্দর সমাবেশে করেছি, তারপর স্যালেম, ভার্জিনিয়া এবং আজ রাতে গ্রিনসবোরো, নর্থ ক্যারোলাইনা সমাবেশে করেছি।
তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, কমলাকে বলুন- তোমরা যথেষ্ট দেখিয়েছ, কমলা হ্যারিস, তুমি চাকরি থেকে বরখাস্ত।
রোববার ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে সমাবেশে বক্তব্য রাখেন। তিনি জানান, তিনি শক্ত অবস্থানে আছেন এবং ভোটারদের নির্বাচন দিবসে ভোট দিতে উৎসাহিত করেন।
তিনি আরও বলেন, যখন তুমি অনেক এগিয়ে থাক, তবুও একটু পিছিয়ে গেলে হারতে পারে। আমরা নর্থ ক্যারোলাইনা রাজ্য হারাতে পারি না, আমরা নর্থ ক্যারোলাইনা হারাব না।
গ্যাস্টনিয়া, নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প সতর্ক করে বলেন, আমরা সাধারণ শহরগুলোতে হারতে পারি।
এর আগে ট্রাম্প বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে আমেরিকায় নেতৃত্বের নতুন ধারা শুরু হবে। ডেট্রয়েটের গ্রেটার ইমানুয়েল ইনস্টিটিউশনাল চার্চ অব গড ইন ক্রাইস্ট-এর প্যারিশনারদের কমলা বলেন, ‘ঈশ্বর আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, তাকে বাস্তবে রূপায়ণ করতে গেলে আমাদের কাজ করে দেখাতে হবে। আমরা যেন সেই পরিকল্পনা মতো কাজ করি। গণতন্ত্রের জন্য, আমাদের সম্প্রদায়ের জন্য, আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমরা যেন কাজ করি।’
তিনি বলেন, মঙ্গলবার আমরা আমাদের জাতির ভাগ্য পরবর্তী প্রজন্মের জন্য নির্ধারণ করার ক্ষমতা অর্জন করব। সেজন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। তাই শুধু প্রার্থনা করা যথেষ্ট নয়, শুধু কথা বলাও যথেষ্ট নয়। কমলা বলেন, ‘মঙ্গলবার যে নির্বাচন হবে, তাতে বিশৃঙ্খলা, ভয় ও ঘৃণাকে রোধ করার একটি সুযোগ আছে।’ তিনি সামাজিকমাধ্যমে জানিয়েছেন, তিনি মেইল ইন বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। তার সেই ব্যালট এখন ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছে। কমলা বলেন, ‘আপনাদের স্বরই আপনাদের ভোট, আপনাদের ভোট মানে আপনাদের ক্ষমতা।’
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com