ঢাকা      বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
শিরোনাম

নির্বাচনের বুথফেরত জরিপে এগিয়ে ট্রাম্প, তাহলে ব্যবধান কত হতে পারে!

IMG
06 November 2024, 6:15 AM

আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের অপেক্ষার প্রহর প্রায় শেষ হয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তবে এরইমধ্যে বিভিন্ন বুথফেরত জরিপের ফল আসতে শুরু করেছে। যার মধ্যে একটিতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

এনবিসি’র এক জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রাখছেন। যেখানে কমলা হারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ ভোটার।

এছাড়া ৭২ শতাংশ ভোটার বলেছেন, তারা দেশের অবস্থা নিয়ে ‘রাগ’ বা ‘অসন্তুষ্ট’। এটিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার জন্য ‘খারাপ লক্ষণ’ হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে এপির ভোটকাস্টের তথ্য মতে, মার্কিন ভোটাররা বলেছেন যে অর্থনীতি এবং অভিবাসনই বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল সমস্যা।

যুক্তরাষ্ট্রজুড়ে ১ লাখ ১০ হাজারেরও বেশি ভোটারের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, দেশটি নেতিবাচকতা এবং হতাশার মধ্যে নিমজ্জিত।

এই জরিপে আরও দেখা গেছে, ১০ জনের মধ্যে 8 জন ভোটার যেভাবে দেশ পরিচালনা করা হয় তাতে ‘বড় পরিবর্তন’ চান। এর মধ্যে প্রায় এক-চতুর্থাংশ ভোটার আবার বলেছেন, তারা পুরোপুরি পরিবর্তন চান।

এছাড়া যুক্তরাষ্ট্র ভুল পথে রয়েছে বলে মনে করেন ১০ জনের মধ্যে ৭ জন ভোটার।

অন্যদিকে, সিএনএন-এর জাতীয় বুথফেরত জরিপের প্রাথমিক ফলাফল অনুসারে, চলতি বছরের নির্বাচনে প্রায় তিন-চতুর্থাংশ ভোটার আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রে যেভাবে ভোট চলছে তা নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন।

জরিপ মতে, মাত্র এক-চতুর্থাংশ ভোটার নিজেদের উৎসাহী বা জাতির অবস্থা নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন। এছাড়া ১০ জনের মধ্যে ৪ জনেরও বেশি অসন্তুষ্ট এবং ১০ জনের মধ্যে ৩ জন বলেছেন যে তারা রাগান্বিত।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন