ঢাকা      বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
শিরোনাম

বুথফেরত জরিপ: ৭৩% ভোটার মনে করেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে

IMG
06 November 2024, 9:57 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এডিসন রিসার্চের প্রাথমিক বুথফেরত জরিপের ফল অনুযায়ী, প্রায় তিন চতুর্থাংশ ভোটার মনে করেন মার্কিন গণতন্ত্র গুরুতর হুমকির মুখে রয়েছে।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

বিশ্লেষকদের মতে, জরিপের ফলে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা ও দেশের ভবিষ্যত নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠার প্রতিফলন ঘটেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ভোটাররা গণতন্ত্র ও অর্থনীতির কথা উল্লেখ করেছেন। প্রায় এক তৃতীয়াংশ ভোটার উভয় বিষয়ের কথা উল্লেখ করেছেন। পরের জায়গাগুলোতে ১৪ ও ১১ শতাংশ ভোট নিয়ে আছে গর্ভপাত ও অভিবাসন।

৭৩ শতাংশ ভোটার মনে করেন গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। ২৫ শতাংশ মনে করেন এটি সুরক্ষিত আছে।

বুথফেরত জরিপ মতে, মোট ভোটারদের ৫৩ শতাংশ নারী। ২০২০ সালের জরিপে এই সংখ্যা ছিল ৫২ শতাংশ।

কলেজ ডিগ্রিবিহীন ভোটারের সংখ্যা ৫৭ শতাংশ। সংখ্যাটি ২০২০ এর ৫৯ শতাংশের চেয়ে কম। ধারণা করা হয়, এই গোষ্ঠীর ভোটাররা ট্রাম্পকে ভোট দেবেন।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন