ঢাকা      বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
শিরোনাম

ইলেক্টোরালের পর এবার পপুলার ভোটেও জয়ী ট্রাম্প

IMG
06 November 2024, 4:33 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প ইলেক্টোরাল ভোটের পাশাপাশি পপুলার বা সাধারণ জনগণের ভোটেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। কমলার চেয়ে ট্রাম্পের ভোটের ব্যবধান ৫০ লাখেরও বেশি।

যুক্তরাষ্ট্রে চূড়ান্ত নির্বাচনী ফলাফল নির্ধারিত হয় ইলেক্টোরাল কলেজ নামের একটি বিশেষ নির্বাচক মণ্ডলীর ভোটের মাধ্যমে। ইলেক্টোরাল কলেজের ভোট নির্ভর করে সাধারণ জনগণের ভোটের ফলাফলের ওপর, যা পপুলার ভোট নামে পরিচিত। ইলেক্টোরাল কলেজের মোট ভোট সংখ্যা ৫৩৮টি। বিজয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ভোট পেতে হবে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সব ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। তবে বিবিসি, সিএনএন এবং অন্যান্য শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইলেক্টোরাল কলেজের ২৬৬টি ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে, কমলা হ্যারিস পেয়েছেন ২১৯টি ভোট।

সংবাদমাধ্যমগুলোর আরও তথ্য অনুযায়ী, ট্রাম্প পপুলার ভোটেও কমলার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৯৬ লাখ ৯৮ হাজার ১০৬টি ভোট, আর কমলা পেয়েছেন ৬ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৩৭৮টি ভোট। অর্থাৎ, কমলার চেয়ে ট্রাম্পের ভোট বেশি ৫২ লাখ ৭০ হাজার ৭২৮টি।

এটি ট্রাম্পের জন্য প্রথমবারের মতো ঘটল। ২০১৬ সালের নির্বাচনে, যেখানে তিনি ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন, ইলেক্টোরাল ভোটে এগিয়ে থাকলেও পপুলার ভোটে প্রায় ৩০ লাখ ভোটে পিছিয়ে ছিলেন।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন