ঢাকা      বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
শিরোনাম

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে রিপাবলিকানরা

IMG
07 November 2024, 9:47 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান পার্টি ১০০ আসনের মধ্যে অন্তত ৫১টি আসন পেয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে। বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ এখনো নির্ধারণ করা হয়নি। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন নতুন দুই বছর মেয়াদের জন্য নির্বাচনে যুক্তরাষ্ট্র জুড়ে ঝুঁকিতে ছিল; অন্যদিকে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৪টিতে নতুন ছয় বছরের মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা হয়।

নির্বাচনের আগের দিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ছিল রিপাবলিকানদের হাতে। আর সিনেটের নিয়ন্ত্রণ ছিল ডেমোক্র্যাটদের হাতে। ওয়েস্ট ভার্জিনিয়া ও ওহাইওতে সিনেট আসনে রিপাবলিকানদের জয় তাদের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার অবস্থানে নিয়ে গেছে।

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ২২০-২১২ ব্যবধানে এগিয়ে ছিল। তিনটি আসন শূন্য থাকায় নির্বাচন হয়। ওই চেম্বারের নিয়ন্ত্রণ এখনো নিশ্চিত করা যায়নি। হাউসের নিয়ন্ত্রণের বিষয়ে বেশ কয়েকদিন না-ও জানা যেতে পারে। ক্যালিফোর্নিয়ায় প্রায়ই ব্যালট গণনা করতে কয়েকদিন সময় লাগে এবং কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতার পুনর্গণনা করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক জরিপে দেখা গেছে, ভোটাররা অনেকটা হোয়াইট হাউসের জন্য কমালা হ্যারিস-ডোনাল্ড ট্রাম্পের প্রতিযোগিতার মতো কংগ্রেসের নিয়ন্ত্রণের জন্য তাদের রাজনৈতিক পছন্দের ক্ষেত্রে সমানভাবে বিভক্ত। অক্টোবরের রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের ৪৩ শতাংশ তাদের জেলায় রিপাবলিকান হাউস প্রার্থীকে সমর্থন করবেন। আর ৪৩ শতাংশ ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন করবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন