ঢাকা      বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
শিরোনাম

পপুলার ভোট: ট্রাম্প ৫১ শতাংশ, কমলা ৪৭ শতাংশ

IMG
07 November 2024, 10:24 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সম্পূর্ণ ফলাফল না পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যে কয়টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন, তার চেয়েও বেশি পেয়েছেন ট্রাম্প। শুধু ইলেক্টোরাল ভোট নয়, এবারের নির্বাচনে পপুলার ভোটও ডেমোক্র্যাট প্রার্থী কমলার চেয়ে বেশি পেয়েছেন ট্রাম্প। খবর সিএনএনের।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। যদিও এর আগে বেশ কিছু অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ করা হয়। তবে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত ৪৭টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসির ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল আসেনি অ্যারিজোনা, নেভাদা ও মেইন অঙ্গরাজ্যের। এতে দেখা যায়, ট্রাম্প ২৯৪টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। কমলা পেয়েছেন ২২৩টি।

ট্রাম্প ৭ কোটি ২৩ লাখ (গণনা হওয়া ভোটের ৫১ দশমিক ৮ শতাংশ) আর কমলা ৬ কোটি ৭৬ লাখ (৪৭ দশমিক ৫ শতাংশ) ভোট পেয়েছেন। জনপ্রিয় (পপুলার) ভোট অর্থাৎ ভোটারদের প্রত্যক্ষ ভোটে ট্রাম্পের সঙ্গে কমলার ব্যবধান ছিল ৪৭ লাখের মতো।

এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে হার মেনে নিয়ে তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) বিকেলে ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ আমি ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। তাকে অভিনন্দন জানিয়েছি।’

কমলা বলেন, ‘আজ আমার হৃদয় পরিপূর্ণ হয়েছে। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য কৃতজ্ঞ। আমাদের সব ভালোবাসা দেশের জন্য।’

তিনি জানান, তারা কখনো হাল ছেড়ে দেবেন না; লড়াই চালিয়ে যাবেন। এর মধ্য দিয়ে আমেরিকা সব সময় উজ্জ্বল থাকবে।

বক্তব্যে হ্যারিস তার পরিবারের সদস্য, বিশেষ করে স্বামী ডগলাস এমহফ, প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্ট লেডি জিল বাইডেন, রানিং মেট টিম ওয়ালজ ও তাদের পরিবারকে ধন্যবাদ জানান। পাশাপাশি দলের স্বেচ্ছাসেবক, ভোটার ও স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন