ঢাকা      শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
শিরোনাম

কুষ্টিয়ার সাবেক এমপি রউফ জেলগেট থেকে ফের গ্রেফতার

IMG
07 November 2024, 11:44 AM

কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল: কুষ্টিয়া-৪ আসনের সাবেক স্বতন্ত্র এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফকে জেলগেট থেকে ফের গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কারাগার থেকে জামিনে মুক্তির পর আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

কুষ্টিয়া শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আন্দোলনকারী বাবুকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করে হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ১ অক্টোবর দিনগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর থেকে আব্দুর রউফকে গ্রেফতার করা হয়। বিএনপিকর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার হয়ে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি।

বুধবার বিকেলের দিকে কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হয়। শুনানি শেষে জেলা জজ তার জামিন মঞ্জুর করেন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে পরাজিত করে কুষ্টিয়া-৪ আসন থেকে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা আবদুর রউফ।

জেলগেট থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, আব্দুর রউফকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী জনপ্রতিনিধিসহ মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে।

নিহত বাবু কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের শালদহ এলাকার মৃত নওশের আলীর ছেলে। বাবু পেশায় স্বর্ণকার ছিলেন।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন