ঢাকা      বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
শিরোনাম

ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতীয় কূটনীতিকের

IMG
07 November 2024, 4:38 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচন হওয়ায় আনন্দিত ভারতের বহু মানুষ। দ্রুত অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে ট্রাম্পের বিজয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিরোধীদলীয় কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক মণিশঙ্কর আইয়ার। ট্রাম্পের চরিত্রকে ‘সন্দেহজনক আখ্যা দিয়েছেন তিনি।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপে মণিশঙ্কর বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত যে ডোনাল্ড ট্রাম্পের মতো সন্দেহজনক চরিত্রের একজন ব্যক্তির বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া উচিত ছিল না।"

তিনি ট্রাম্পকে ‘সন্দেহজনক চরিত্রের একজন মানুষ’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমি খুবই দুঃখিত যে... এমন চরিত্রের একজন মানুষ যার ইতিহাস আছে যে তিনি পতিতাদের কাছে যান এবং তাদের মুখ বন্ধ রাখার জন্য অর্থ দেন, লোকেরা এমন একজন ঘৃণ্য ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছে...’।


‘এই ঘটনা নৈতিকতার অভাবকে চোখে আঙুল দিয়ে দেখায়। এটা খুবই দুঃখজনক যে একজন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছেন যিনি ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং যার অর্থ অপরাধ লুকানোর জন্য ব্যবহার করা হয়েছে।এমন একজনের প্রেসিডেন্ট হওয়া দেশের জন্য বা বিশ্বের জন্য ভালো নয়’।

শুধু তাই নয়, কমলা হ্যারিসের পরাজয়ে মন খারাপ করেছেন এই কংগ্রেস নেতা। তিনি বলেছেন কমলা হ্যারিস, যিনি জিততেন, তিনিই হতেন প্রথম নারী এবং যুক্তরাষ্ট্রে ভারতের প্রথম রাজনীতিবিদ যিনি প্রেসিডেন্ট। এটি একটি ঐতিহাসিক এবং ইতিবাচক পদক্ষেপ হতে পারতো।

‘কমলা হ্যারিস খুব কম সময়ে অত্যন্ত ভাল পারফরম্যান্স করেছেন। কিন্তু মনে হচ্ছে আমেরিকান সমাজে খুব গভীর ত্রুটিগুলো শেষ পর্যন্ত তার বিরুদ্ধে একত্রিত হয়েছিল, এবং তিনি এই দৌড়ে হেরেছেন’।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন