ঢাকা      বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
শিরোনাম

আমস্টারডামে ইসরায়েলিদের ওপর হামলা

IMG
09 November 2024, 2:00 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলার ধরনকে আঘাত করে পালিয়ে যাওয়া (হিট-অ্যান্ড-রান) ধরনের হামলা বলে বর্ণনা করেছে পুলিশ। হামলাকারীরা স্কুটারে করে এসে আঘাত করে দ্রুত চলে যাওয়ায় হামলা রোধ করা যায়নি বলে জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার রাতে ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিবের যেসব সমর্থক হামলার শিকার হয়েছেন, তাঁদের একজন আদি রুবেন (২৪)। ইউরোপা লিগে ম্যাকাবি তেল আবিব বনাম অ্যাজাক্স আমস্টারডামের খেলা দেখার জন্য রুবেন আমস্টারডামে গিয়েছিলেন। তিনি বিবিসিকে জানান, (ম্যাচ শেষে) তিনি হোটেলের দিকে যাচ্ছিলেন। এ সময় একদল যুবক এসে তাঁর গতিরোধ করে তাঁকে মেঝেতে ফেলে লাথি মারতে থাকেন। রুবেন ও তাঁর বন্ধুদের যাঁরা গতিরোধ করেছিলেন তাঁদের সংখ্যা ১০ জনের বেশি। হামলাকারীরা তাঁদের কাছে জানতে চান, তাঁরা কোথা থেকে এসেছেন?

ইসরায়েলি সেনাবাহিনীকে বুঝিয়ে ‘তাঁরা ইহুদি, ইহুদি, আইডিএফ, আইডিএফ’ বলে চিৎকার করেন বলেও জানান রুবেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সংক্ষেপে আইডিএফ নামে পরিচিত।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন