ঢাকা      শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

চব্বিশের গণঅভ্যুত্থান ঝিনাইদহে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

IMG
10 November 2024, 4:38 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ঝিনাইদহের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে প্রতিনিধি দলটি শোকাহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

আজ রোববার সকালে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে শহীদ রাকিবুল হোসেনের বাসায় যান প্রতিনিধি দলটি। তারেক রহমানের পক্ষ থেকে শোকাহত পরিবারবর্গের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী হাসনাইন মনজুর মোর্শেদ ইমন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

প্রসঙ্গত, চব্বিশের গণআন্দোলনে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার বাসুদেবপুর গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে রাকিবুল হোসেন এবং শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের আমদ আলী মণ্ডলের ছেলে সাব্বির মণ্ডল আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন