বিনোদন ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বলিউডের সেরা পরিচালক জুটি আব্বাস-মাস্তান পরিচালিত ‘বাজিগর’ হিন্দি সিনেমা জগতে একটি ইতিহাস। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাজিগর’ই সুপারস্টার শাহরুখ খানের ক্যরিয়ারের মাইলফলক।
এখন আরও একবার নস্টালজিয়ায় গা ভাসাবে দর্শক। পর্দায় আসতে চলেছে বাজিগর সিনেমার সিক্যুয়েল। এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট চিত্রনাট্য না থাকলেও শাহরুখ খানকে নিয়েই এই সিনেমা তৈরি করার ইচ্ছে প্রকাশ করেছেন প্রযোজক রতন জৈন।
নায়ক নয়, বরং খলনায়ক হিসাবেই ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছিলেন শাহরুখ খান। শিল্পা শেট্টি এবং কাজলের বিপরীতে শাহরুখের অভিনয় ছিল সত্যি প্রশংসার যোগ্য। এই সিনেমায় প্রথমে অনিল কাপুরকে ভিকির চরিত্রে কল্পনা করা হয় কিন্তু অনিল তখন ‘রূপ কি রানী চোর কা রাজা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলে মানা করে দেন এই অফার।
পরবর্তী সময়ে ‘বাজিগর’ সিনেমার অফার যায় সালমান খানের কাছে কিন্তু সালমানের বাবা সেলিম চাননি ছেলে এইরকম কোনও নেগেটিভ চরিত্রে অভিনয় করুক, তাই সালমান এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। অবশেষে এই অফার যায় শাহরুখ খানের কাছে এবং তিনি রীতিমতো এই অফার লুফে নেন। বাকিটা ইতিহাস।
‘বাজিগর’ সিনেমার সেই ইতিহাসকে ফিরিয়ে আনতে চান প্রযোজক রতন জৈন। এই প্রসঙ্গে প্রযোজকের বক্তব্য, ‘বাজিগর টু’ নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে। যদিও এখনও কিছু ফাইনাল হয়নি। তবে সিনেমাটি যে অবশ্যই তৈরি হবে এবং শাহরুখকে নিয়েই তৈরি হবে সেই বিষয়ে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত আব্বাস মাস্তান পরিচালিত ’বাজিগর' হিন্দি সিনেমার জগতে একটি ইতিহাস। এই সিনেমাটির দ্বিতীয় পর্ব যদি আনা যায় তাহলে সেটি নিঃসন্দেহে একটি নস্টালজির ব্যাপার হবে। চিত্রনাট্য বা কাস্টিং নিয়ে এখনও কিছু চিন্তা ভাবনা করা হয়নি। আগামী দিনে এই বিষয়টি নিয়ে আমরা জোর কদমে এগোবো এবং খুব শীঘ্রই ‘বাজিগর ২’ নিয়ে আসবো দর্শকদের জন্য।'
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com