ঢাকা      বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
শিরোনাম

খাগড়াছড়ির আওয়ামী লীগ নেতা দিদারুল আলম গ্রেফতার

IMG
14 November 2024, 11:23 AM

খাগড়াছড়ি, বাংলাদেশ গ্লোবাল: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলমসহ চারজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া চারজনের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজ ও সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারের নাম জানা গেছে। অপর দুজনের নাম জানা যায়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আদালতে তোলা হবে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন