ঢাকা      বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

সাবলেট ভাড়া নিয়ে জাইফাকে অপহরণ করেন শাপলা (ভিডিও)

IMG
16 November 2024, 3:30 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর আজিমপুরের আলোচিত ডাকাতি ও শিশু জাইফা অপহরণের মূল হোতাকে আটক করেছে র‌্যাব। ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যেই আজিমপুরে শিশুকে অপহরণ করে অপরাধী চক্র। তবে শেষ রক্ষা হয়নি। মুক্তিপণ চাওয়ার আগেই তারা ধরা পড়ে র‍্যাবের জালে। অভিযানের পর আট মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেয়া হয়ে পরিবারের কাছে। এসময় অপহরণকারী শাপলাকে গ্রেপ্তার করে র‍্যাব।

চাঞ্চল্যকর এই ঘটনার পর পরই তদন্তে নামে র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। পরে রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের সড়কের সিসিটিভির ফুটেজে দেখা যায়, একটি শিশুকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন এক নারী। সাথে ছিলেন আরো কয়েকজন।

এর কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, আজিমপুরে ফারজানা নামের এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে ৮ মাসের এই শিশুটিকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা যায়, গত ১ সপ্তাহ আগে পরিচয় গোপন করে বাসাটিতে সাবলেটে উঠে এই চক্র। ভিকটিম আরিসা জান্নাত জাইফার মায়ের নাম ফারজানা আক্তার। ভিকটিমের মা চাকরি করেন এবং ভিকটিমের বাবা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। আজিমপুরের লালবাগ টাওয়ার এলাকায় একটি ভাড়া বাসায় ভিকটিমের পরিবার ৩ বছর ধরে বসবাস করে আসছেন।

শুক্রবার রাতে র‌্যাব-১০ মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালায়। পরে চাঞ্চল্যকর এই অপহরণের পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলা (২৭) ও তার স্বামী সেলিম হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। শাপলা একজন গৃহিনী। ২০১০ সালে পরিবারের সাথে মোহাম্মদপুরে বসবাস শুরু করেন তিনি। পরবর্তীতে ২০২৩ সালে বিয়ের পর গত ৩-৪ মাস ধরে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় স্বামীর নিজস্ব ফ্লাটে বসবাস শুরু করেন শাপলা।

অপহরণের সপ্তাহখানেক আগে জাইফার মায়ের সাথে শাপলার পরিচয় হয়। এসময় শাপলা ভিকটিমের মায়ের কাছে তার নাম রাইসা এবং বাড়ি নওগাঁ জেলা বলে মিথ্যা পরিচয় দেন। শাপলা আরো জানান, তিনি অবিবাহিত এবং একটি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। এছাড়া ফারজানা আক্তারকে আরো জানান যে, তার ঢাকায় থাকার জন্য সাবলেট হিসেবে একটি ভালো রুম দরকার এবং তাকে সাবলেট হিসেবে ভিকটিমের বাসায় ভাড়া দিলে সারাদিন বাসায় পড়াশোনার পাশাপাশি জাইফাকে দেখভালও করতে পারবেন। ওই কথা শুনে শাপলাকে সাবলেট হিসেবে বাসা ভাড়া দিতে রাজি হন ফারজানা।

পরে গত ১৪ নভেম্বর বিকালে ২০০০ টাকা অগ্রিম দিতে এসে রাতে জাইফাদের বাসায় থাকেন তিনি। পরদিন সকালে শাপলা জানান, গ্রাম থেকে তার চাচাতো ভাই চাল নিয়ে আসবেন। সকাল সাড়ে ৮টার দিকে চাচাতো ভাই পরিচয়ে ৩ ব্যক্তিকে শাপলা বাসায় নিয়ে আসেন। এক পর্যায়ে কথিত চাচাতো ভাইয়েরা ধারালো অস্ত্রের মুখে ফারজানাকে বেঁধে রেখে বাসার স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান মালামালসহ শিশু জাইফাকে নিয়ে শাপলার বাসায় চলে যান। অভিযোগের পর নবীনগর হাউজিং এলাকা থেকে জাইফাকে উদ্ধার ও অপহরণের পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলাকে গ্রেফতার করা হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন