ঢাকা      বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ম্যাচ জয়ের পর সমালোচকদের একহাত নিলেন কাবরেরা

IMG
17 November 2024, 11:05 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন কোচ হাভিয়ের কাবরেরা। সমালোচনা না করে দলকে সমর্থনের আহ্বান জানান এই স্প্যানিশ কোচ। ফিনিশিং ব্যর্থতায় প্রথম ম্যাচ হারলেও, বাংলাদেশের এমন প্রত্যাবর্তনে খুশি রাকিব-মোরসালিনদের গুরু।

হারের পর হার আর গোলখরা। আর তাতেই সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ দল। প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলার পরও যখন জয়ের দেখা পায় না দল তখন সেই দায় এসে পরে দল ও কোচের কাঁধে।

স্বাভাবিকভাবেই মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো খেলার পরও হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ার পর সমালোচনার মুখে পড়ে কাবরেরার কৌশল। তবে, এবার জয়ের পর সেই সব সমালোচনার জন্য ক্ষোভ ঝাড়লেন কোচ। দলের ওপর আস্থা রাখার আহ্বান তার।

সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘প্রথম ম্যাচে আমরা যে মনোভাব নিয়ে খেলতে নেমেছিলাম, আমি মনে করি দ্বিতীয় ম্যাচেও আমাদের মনোভাবে খুব বেশি পার্থক্য ছিল না। কেউ বিশ্বাস করেনি দল জিতবে। প্রথম ম্যাচের পর তারা সমালোচনা করেছিল, কিন্তু আমাদের বিশ্বাস ছিল দল জিতবে। আপনারা শুধু এই দলকে সমালোচনা করতে চান, যেটা পুরোপুরি অন্যায়। সমালোচনা না করে দলকে সমর্থন করুন, এই দলের ভালো খেলার সক্ষমতা রয়েছে।’

এদিকে, চলতি বছর ডিসেম্বরেই কাবরেরার চুক্তি শেষ হতে যাচ্ছে। কোচের ভবিষ্যত নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন বাংলাদেশে এই ম্যাচের মধ্য দিইয়েই শেষ হবে তার বাংলাদেশ অধ্যায়। তবে, বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান কাবরেরা।

তিনি বলেন, ‘নতুন সভাপতির সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। তাদের হয়তো অনেক ভালো পরিকল্পনা আছে। আমার ভবিষ্যৎ নিয়ে এখনই আপনাদেরকে বেশি কিছু বলতে পারছি না।’


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন