ঢাকা      বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

বেনাপোল বন্দরে মোবাইল কন্টেইনার স্ক্যানার স্থাপন

IMG
18 November 2024, 10:43 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনতে বেনাপোল বন্দরে একটি মোবাইল কন্টেইনার স্ক্যানার স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল রোববার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য সহজীকরণ, পণ্য খালাসের সময় হ্রাসকরণ এবং চোরাচালান রোধকল্পে আমদানি-রপ্তানি কার্যক্রমে বাংলাদেশ কাস্টমস কর্তৃক দেশের বিভিন্ন বন্দর ও ল্যান্ড কাস্টমস স্টেশনে ফিক্সড কন্টেইনার স্ক্যানার এবং মোবাইল কন্টেইনারসহ বিভিন্ন প্রকার ডিভাইস ব্যবহার করা হয়।

এনবিআরের তত্ত্বাবধানে বর্তমানে বেনাপোল বন্দরে একটি ফিক্সড কন্টেইনার স্ক্যানার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

গত ১৪ নভেম্বর বেনাপোল বন্দরে নতুন নির্মিত কার্গো টার্মিনাল উদ্বোধন ও পরিদর্শনকালে নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন অবিলম্বে বেনাপোল বন্দরে স্ক্যানার স্থাপনের নির্দেশ দেন।

তার নির্দেশের প্রেক্ষিতে এবং ফিক্সড কন্টেইনার স্থাপন সময় সাপেক্ষ বিধায় স্বল্প সময়ের মধ্যে বেনাপোল বন্দরে মোবাইল কন্টেইনার স্ক্যানার স্থাপন করা হলো।

এর ফলশ্রুতিতে বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে এবং ব্যবসায়ীরা দ্রুততম সময়ের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে পারবে মর্মে এনবিআর আশা প্রকাশ করছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন