ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভের মুখে, আজ ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির কাছাকাছি শহরগুলোতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
খবরে বলা হয়েছে, ইসলামাবাদ প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তের কারণ হিসাবে বর্তমান পরিস্থিতি উল্লেখ করে স্কুলগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে। এদিকে, ইসলামাবাদের জেলা প্রশাসনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি রাজধানী জুড়ে সব স্কুল এবং কলেজগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
পিটিআই ইসলামাবাদের ডি-চকে একটি বিক্ষোভ আয়োজনের ঘোষণা দিয়েছে। দলের প্রতিষ্ঠাতা ইমরান খানসহ কারবন্দি নেতাদের মুক্তিসহ কয়েকটি দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে তারা।
এমন সময় এই কর্মসূচি ডাকা হয়েছে যখন বেলারুশের প্রেসিডেন্ট ২৫ থেকে ২৭ নভেম্বর ইসলামাবাদ সফর করবেন। এই সফরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উদ্বেগ বেড়েছে।
ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, সদ্য প্রণীত শান্তিপূর্ণ সমাবেশ আইন লঙ্ঘন করে কোনও বিক্ষোভ আয়োজন করতে দেওয়া যাবে না। এর পাশাপাশি, রাজধানীর প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলো সিল করা হয়েছে এবং ধারা ১৪৪ জারি করা হয়েছে।
এদিকে বিক্ষোভের জেরে সহিংসতা ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, মোবাইল পরিষেবা সচল থাকলেও ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। ব্যবহারীরা জানিয়েছেন, ইসলামাবাদ, করাচি, পেশোয়ারসহ অন্যান্য শহরেও ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটছে।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com