গাইবান্ধা , বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধা সদর উপজেলায় নেশা না করতে ও গানবাজনা বাজাতে নিষেধ করায় মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি ইমামের পথ আটকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াসহ কিলঘুষি মারেন। এ সময় তার মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন।
অভিযুক্তের বিরুদ্ধে মাদক সেবনসহ বানিযারজান এলাকায় মাজার বানিয়ে গানবাজনাসহ নানা অভিযোগ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী মসজিদের ইমামের নাম শাহজালাল। তিনি সদর উপজেলার ৭নং বারিয়ারজান বায়তুল হুদা জামে মসজিদের ইমাম।
এ ঘটনার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বানিয়ারজান বাজার এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লিসহ এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান।
এর আগে, দুপুরে বানিয়ারজার বাজারের অদূরে আব্দুল লতিফের বাড়ির সামনের রাস্তায় মসজিদের ইমাম শাহজালালকে পথরোধ করে এলোপাতাড়ি কিলঘুষিসহ মারধর করেন অভিযুক্ত ব্যক্তি।
মুসল্লিসহ এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে ওই ব্যক্তি নামাজ চলাকালে উচ্চস্বরে গানবাজনা করে আসছেন। তিনি মজিদ বাবার মাজার নামে একটি মাজার করেন। সেখানে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবীদের আড্ডা ও গানবাজনা চলে। এতে মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটে। বারবার তাকে নিষেধ করলেও গানবাজনা বন্ধ হয়নি। সর্বশেষ গত বুধবার দুপুরে মসজিদের ইমাম শাহজালাল তাকে নামাজের সময় গানবাজনা করতে নিষেধ করেন। এরেই জেরে ইমামের পথে আটকে মারধর করেন।
ভুক্তভোগী ইমাম শাহজালাল বলেন, গানবাজনা ও নেশা করার প্রতিবাদের কারণেই এ ঘটনা ঘটিয়েছে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। এ সময় আমার গায়ে হাত তোলে মওলা। তিনি ও তার লোকজন আমার কাছে ভুল স্বীকার করেছিলে। পুলিশ ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছি।
এ বিষয়ে সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com