ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। রোববার দেশটির আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী। এ দুর্ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন।
রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।
অগ্নিনির্বাপন বিভাগের মতে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিয়াও দোস পালমারেস পৌরসভার পর্বতাঞ্চলের একটি খাদে পড়ে যায়।
রাজ্য সরকার নিহতদের পরিবারের প্রতি পূর্ণ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে তিন দিনের শোক ঘোষণা করেছে।
দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান চালানো হচ্ছে।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com