ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বারবার সময় নিয়েও দুর্নীতি দমন কমিশনে হাজির হননি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক আবু কাইয়ুম শিশির। আজ সোমবার (২৫ নভেম্বর) তাঁর দুদকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা ছিল। দুপুরে তিনি তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোয়াজ্জেম হোসেনের কাছে বিকেলে উপস্থিত হওয়ার কথা জানান। কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত শিশির দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি বলে জানা গেছে।
শিশিরের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বই প্রকাশ করার কথা বলে বিভিন্নভাবে প্রায় ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়াও খালেদা জিয়ার বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করার জন্য সম্ভাব্য ব্যয় ৭৭ লাখ টাকা চাঁদার মাধ্যমে আদায় করেছেন শিশির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে শিশিরের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, নিজ নামে, নিজের ডাক নামে ও পরিবারের সদস্যদের নামে জামালপুর জেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। আর ঢাকা মহানগরীতে নামে-বেনামে কয়েকটি ফ্ল্যাট রয়েছে শিশিরের। এছাড়াও শিশিরের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের দোসর ও বর্তমানে কারাগারে আটক সাবেক সচিব মেজবাহ উদ্দিনকে সেফ করার জন্য ১০ কোটি টাকায় সমঝোতা করার অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের ভিত্তিতে কাজী মো. আবু কাইয়ুম শিশিরকে তলব করা হয় দুর্নীতি দমন কমিশনে। এর আগে দু'বার তার দুদকে হাজিরা দেয়ার কথা থাকলেও তিনি যাননি। সবশেষ আজ হাজির হতে চেয়েও হননি শিশির।
নানা অভিযোগের প্রেক্ষিতে গত ২১ নভেম্বর আবু কাইয়ুম শিশিরকে ময়মনসিংহের মুমিন্নুনিসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক পদে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরে (ডিআইএ)'র পরিচালক হিসেবে গত ২৫ আগস্ট যোগদান করেন কাজী মো. আবু কাইয়ুম শিশির। গত ১৩ অক্টোবর ঢাকা অফিসার্স ক্লাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসদাচরণ, ক্লাবের পাওনা পরিশোধে ব্যর্থতা ও গঠনতন্ত্রের বিধি লংঘন করায় তাকে বরখাস্ত করা হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com