ঢাকা      বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

উপ-প্রধানমন্ত্রীর পদসহ সংবিধান সংস্কারের ৬২ প্রস্তাব বিএনপির (ভিডিও)

IMG
26 November 2024, 1:49 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে লিখিত প্রস্তাবনা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সংবিধানে উপ-প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদে উচ্চকক্ষ, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করার প্রস্তাব করেছে বিএনপি।

এ সময় আলী রিয়াজের সঙ্গে পৌণে ১ ঘণ্টার মতো বৈঠক করেন সালাহউদ্দিন আহমেদ।

পরে সাংবাদিকদের তিনি বলেন, সংস্কার প্রস্তাবে ব্যালান্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে। তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই-আগস্টের শহীদের রক্তের অঙ্গীকার, তার চেতনা মাথায় রেখে ভবিষ্যতে যেন একনায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেই প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি।

তিনি বলেন, আমরা প্রস্তাবনার মধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি। বলেছি পর পর দু'বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। পার্লামেন্টে উচ্চকক্ষের কথা বলেছি।

বিএনপির এই নেতা বলেন, নতুন করে উপ-প্রধানমন্ত্রী প্রস্তাব করেছি এবং জুডিসিয়ালের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি। আইন বিভাগ, বিচার বিভাগসহ সব জায়গা প্রস্তাবনা দিয়েছি, যেন রাষ্ট্রে ভারসাম্য সৃষ্টি হয়।

অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারে মোট ১০টি কমিশন গঠন করলেও হলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন