চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়ি বহরের একটি গাড়িতে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে গাড়িটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়। তবে এই গাড়িতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস ছিলেন না।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়া থেকে কবর জিয়ারত শেষে চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরে তিনটি গাড়ি ছিল। পথে গাড়ি পরিবর্তন করে তারা মাঝখানের গাড়িতে উঠেছিলেন।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘সড়কের একটি মোড় থেকে বাঁক নেয়ার সময় একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা যাচাইবাছাই করা হচ্ছে।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com