ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: হজ যাত্রায় ব্যয় কমলেও নিবন্ধনে আশানুরূপ সাড়া মিলছে না। এ পর্যন্ত প্রাক নিবন্ধন হয়েছে মাত্র ৩০ হাজার। যা কোটার মাত্র ২৩ শতাংশ পূরণ করেছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৫ জন। বেসরকারিভাবে হজে যেতে চান ২৬ হাজার ২১২ জন। চলতি বছর হজে গিয়েছিলেন ৮৫ হাজার ২৫৭ জন। কোটার প্রায় ৩৩ শতাংশ খালি ছিল। আগামী বছর কোটার অর্ধেকই খালি থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে ১০ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ১ লাখ ১৭ হাজার যেতে পারবেন বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর মাধ্যমে।
গত ৩০ অক্টোবর সরকারিভাবে দুটি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। সাধারণ প্যাকেজ-১ অনুযায়ী খরচ ধরা হয়েছে। ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের প্যাকেজ-১ এর চেয়ে ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে (প্যাকেজ-২) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এ হিসাব খাবার খরচ ছাড়া।
সরকার বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা (খাবার খরচ ছাড়া) নির্ধারণ করে দিয়েছে। সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি বিশেষ প্যাকেজও ঘোষণা করতে পারবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়।
বিভিন্ন হজ এজেন্সির মালিক ও সংশ্লিষ্টরা জানান, হজের এখনও ছয় মাস বাকি। এত আগে অনেকেরই টাকা গোছানো নেই। তাই অনেকে এখনো প্রস্তুতি নিতে পারছেন না। এ ছাড়া সরকার পতনের কারণে রাজনীতিতে সংশ্লিষ্ট অনেকে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে মনে করছেন তারা। কেউ আবার ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। তাই হজ নিবন্ধনের সময় বাড়ানোর দাবি তাদের।
কিছু এজেন্সী মালিক অভিযোগ করে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ নভেম্বরের পর প্রাথমিক নিবন্ধনের কোনো সুযোগ থাকবে না। এছাড়া, অন্য বছর শুধু বিমান ভাড়া দিয়েই প্রাথমিক নিবন্ধন করা যেত। কিন্তু এবার প্রাথমিক নিবন্ধনের জন্য যে টাকা এবার ধরা হয়েছে, তা বেশি। অনেকেই এ সময়ের মধ্যে টাকা গুছাতে পারছে না। এ প্রেক্ষিতে সময় বাড়ালে নিবন্ধনের সংখ্যা বাড়বে বলে মনে করে এজেন্সীগুলো।
‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দ’-এর সদস্য সচিব মোহাম্মদ আলী বলেন, নতুন করে কোনো কৌশল অবলম্বন করা না হলে এবার হজযাত্রী ৫০ হাজারের বেশি হয়তো হবে না।
উল্লেখ্য, এ বছর হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ১ সেপ্টেম্বর।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com