ঢাকা      শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

জাতীয় ঐক্যের দাবির সঙ্গে একমত জামায়াত

IMG
29 November 2024, 11:10 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের স্বার্থে বিএনপির প্রস্তাব করা জাতীয় ঐক্যের সঙ্গে জামায়াতে ইসলামী একমত আছে বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে দলটি। ন্যূনতম সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত বলেও জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদষ্টো ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

বুধবার প্রধান উপদষ্টোর সঙ্গে বৈঠকে দেশের শানি্ত বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, আমরাও জাতীয় ঐক্যের বিষয়ে একমত। জাতীয় ঐক্য অবশ্যই থাকতে হবে। নির্বাচন নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বক্তব্য তো আমরা পরিষ্কার করেছি। নূ্যনতম যে সংস্কার দরকার, যেমন সংস্কারের ব্যাপারে আমাদের ৪১ দফা দাবি আছে। কিন্তু এই সরকারের জন্য আমরা ৪১ দফা দেইনি। আমরা মাত্র ১০ দফা দিয়েছি, তাদের কাছে দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত।

সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টাব্যাপী বৈঠকে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। এতে দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নানা প্রসঙ্গে প্রধান উপদষ্টোর সঙ্গে আলোচনা করে জামায়াতের প্রতিনিধিদল।

বৈঠকের বিষয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা দেশের বিদ্যমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আগামীতে কীভাবে দেশ শানি্ত-শৃঙ্খলার সঙ্গে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে এগোতে পারে সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। দেশ আমাদের সবার। জাতি, ধর্ম, দল-মত নির্বিশেষে সবাই জাতীয় ঐক্যকে কীভাবে করা যায়, প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। এতে মানুষের আরও কষ্ট হচ্ছে। এটাকে লাঘব করার জন্য, মানুষের সামর্থযের মধ্যে দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে রমজান মাস আসছে, রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা দেশে যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এ নিয়ে পরামর্শ করেছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনেক আলোচনা হয়েছে। দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব আলোচনায় আমরা একমত হয়েছে, দেশবাসীকে সঙ্গে নিয়েই দেশকে সামনের দিতে এগিয়ে নেওয়ার চষ্টো করতে হবে। আর দেশের স্বার্থের বিরুদ্ধে যারা জড়িত থাকবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশের শানি্ত-শৃঙ্খলায় ফিরিয়ে দিতে হবে। এজন্য প্রয়োজন হচ্ছে সর্বপ্রথম জাতীয় ঐক্য। দল, মত, ধর্ম ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা সবাই যাতে একমত থাকতে পারি। ঐক্যবদ্ধ থাকতে পারি। বৈঠকেও সেটা তুলে ধরেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐক্যের কথাটা অবশ্যই এসেছে। আমাদের উদ্বেগ নিয়েই তো আলোচনায় বসেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয়, যে হায় হায় দেশ মনে হয় গোল্লায় গেল, বিষয়টি আসলে তা না। বিষয়টি হচ্ছে দেশের শানি্ত-শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবিলা করতে হবে।

বৈঠকে অন্তর্র্বর্তী সরকারের উপদষ্টো অধ্যাপক ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান ও মাহফুজ আলম উপস্থিত ছিলেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। এর আগে বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদষ্টোর সঙ্গে বৈঠক করেন।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন