ঢাকা      বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

লন্ডনে পৌঁছেছেন মির্জা ফখরুল

IMG
01 December 2024, 10:40 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে সস্ত্রীক লন্ডনে পৌঁছেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মা‌লেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা।

যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মহাসচিব দলীয় সফরে এবং তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন। লন্ডনে অবস্থানকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে অংশ নেবেন তিনি।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সফর করছেন বিএনপির মহাসচিব। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডন এসেছিলেন।

শনিবার স্থানীয় সময় রাতেই বিএনপির শীর্ষ পর্যায়ের এই দুই নেতার একান্তে বৈঠক করার কথা। বৈঠকে দেশের সাম্প্রতিক পটপরিবর্তন, বর্তমান পরিস্থিতি ও দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন