নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হোটেল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সেইসঙ্গে নদিয়া থেকে আরও চার বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে সেখানকার পুলিশ। শনিবার (৩০ নভেম্বর ) ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সূত্রের খবর পেয়ে পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনের একটি দল মারকুইসের এক হোটেলে অভিযান চালায়। সেখানে নিজেকে রবি শর্মা নামে দাবি করা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিচয় নিশ্চিত করার জন্য শর্মা তার পাসপোর্ট এবং আধার কার্ড দেয়। কলকাতার সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, এরপরেও আমাদের মনে হয় কিছু একটা ভুল আছে এবং তাকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করি। এরপর জিজ্ঞাসাবাদ করলে শর্মা তার আসল পরিচয় প্রকাশ করেন বলে জানান ওই কর্মকর্তা।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, শর্মা জানান তার আসল নাম সেলিম মাতব্বর। বিএনপির একজন স্থানীয় নেতা ছিলেন। তবে আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই বছর আগে কলকাতায় পালিয়ে আসেন।
কর্মকর্তারা জানিয়েছে, কলকাতায় আসার পর পরিচয় জালিয়াতি এবং ভুয়া নথির মাধ্যমে আসল পাসপোর্ট সংগ্রহ করেন তিনি। এরপর থেকে কলকাতায় আছেন এবং মারকুইস স্ট্রিটে এক হোটেলে কাজ করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, স্বীকারোক্তির পর পার্ক স্ট্রিট পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com