পটুয়াখালী , বাংলাদেশ গ্লোবাল: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, প্রশাসন ঠিক না করে, রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছরের আগে আমরা কোনো নির্বাচন চাই না। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত আছে’।
পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে রোববার বিকেল দলীয় কার্যালয় চত্বরে ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্খার রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আপনারা মনে করেন কি সব ভালো হয়ে যাবে? সবকিছু পরিবর্তন হয়ে যাবে? আমাদের কষ্ট হয় শেখ হাসিনার পতন দেখেও এদের শিক্ষা হয়নি। কোনো কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দর ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও কর্মকাণ্ড আওয়ামী লীগ যা করেছিল, আওয়ামী লীগের নেতারা যা করেছিল ঠিক তারাও তা-ই করছেন।
ভিপি নুর বলেন, সরকারি কৌঁসুলি নিয়োগকে কেন্দ্র করে কতিপয় আইনজীবী আদালতে তাণ্ডব চালিয়েছে। আমি আইন উপদেষ্টাকে, আইন মন্ত্রণালয়কে অনুরোধ করছি যারা আদালতকে ভাঙচুরের সাহস দেখিয়েছে তাদের আইনজীবী সনদ বাতিল করা হোক।
তিনি আরও বলেন, সরকার নিয়োগ দিয়েছে, এখানে দুর্বৃত্তদের এত দুঃসাহস হয় কিভাবে একজন জিপির কার্যালয় ভাঙচুর করা, আদালতে মাস্তানি করা, গুন্ডামি করার। তাহলে কি আওয়ামী লীগ আমলে যে পরিস্থিতি ছিল আমরা কি সেই পরিস্থিতির দিকে যাচ্ছি? সরকার ৮০ জনের মত নিয়োগ দিয়েছে। তার মধ্যে ৭০ জনই বিএনপি, ৭/৮ জন জামায়াত আর ৪/৫ জন গণঅধিকার পরিষদ থেকে নিয়োগ পেয়েছে।
একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্যে করে ভিপি নুর বলেন, ‘৭০ জন পেয়েছেন তাতেও আপনাদের ক্ষুদা কমেনি, এত ক্ষুদা আপনাদের? সবই আপনাদের নিতে হবে? সহনশীল হন, সংবেদনশীল হন, সব একা দখল করতে যেয়েন না। একা একা খেতে চাইয়েন না। দখলবাজীর রাজনীতি বন্ধ করুন, জনগণের জন্য কাজ করুন। এখনও নির্বাচন হয়নি। দুই বছর আগে কোনো নির্বাচন হবে না দেশে’।
জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলার সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মো. আফজাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com