ঢাকা      বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ইসকনের সন্ন্যাসীদের নিয়ে মেয়ের জন্মদিন পালন রাজ-শুভশ্রীর

IMG
02 December 2024, 9:35 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মায়ের কোলে বসে ছোট্ট ইয়ালিনি। পরনে গোলাপি জামা, মাথায় ঝুঁটি। এক বছরের জন্মদিনে কন্যাকে এই ভাবেই সাজিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। ইয়ালিনির সঙ্গে মিলিয়েই শুভশ্রীও পরেছিলেন গোলাপি শাড়ি। রাজ ও ইউভানের পরনেও ছিল গোলাপি পাঞ্জাবি।

জন্মদিনে কেক কাটা পর্বের সঙ্গেই ছিল বিশেষ আয়োজন। তার এক ঝলক ভাগ করলেন রাজ নিজেই। ভিডিওতে দেখা যাচ্ছে, ইসকনের সন্ন্যাসীরা কীর্তন গাইছেন। ফুলের মালায় সজ্জিত জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। সাধুদের সঙ্গে গলা মেলাচ্ছেন শুভশ্রী আর হাতে তাল দিচ্ছে ছোট্ট ইয়ালিনি। পাশে ঘুরে বেড়াচ্ছে ইয়ালিনির দাদা ইউভান।

ভিডিওতে একরত্তিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা। অনেকেরই মত, ‘ইয়ালিনি অবিকল রাজের মতো দেখতে। বাবার মুখ যেন কেটে বসানো।’ এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকেই রাজ বলেছিলেন, ‘পিতৃমুখী কন্যা সুখী, বলছেন সকলে। মেয়েকে শুভশ্রী ‘মা’ ডাক শেখাচ্ছে। কিন্তু ইয়ালিনির মুখে কেবলই ‘বাবা’! অবশ্যই মজা লাগে, ভালোও লাগে। তবে আমি জানি, শুভশ্রীর মতো দেখতে হলেও আমার সন্তানেরা সুখী হবে।’

সন্তান ও সংসারের মঙ্গল কামনা করতেই মেয়ের জন্মদিনে পূজার আয়োজন বলে জানান রাজ। যদিও সবটা নাকি শুভশ্রীর তত্ত্বাবধানেই হয়েছে। রাজের কথায়, ‘আমাদের বাড়িতে যেকোনো শুভ উদযাপন মানেই এই বিশেষ আয়োজন। ইসকন থেকে সাধুরা আসেন। জগন্নাথ দেব, রাধা-কৃষ্ণের মূর্তিকে ফুল ছড়িয়ে স্নান করানো হয়। সঙ্গে যজ্ঞ। ফল, মিষ্টি, রকমারি ব্যঞ্জন সাজিয়ে ২১ রকমের ভোগ।’


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন