ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ১৫ আগস্টকে 'জাতীয় শোক' দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। গত ১৩ আগস্ট উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যের নিহত হওয়ার দিন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ সরকার।
২০০৮ সালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার রায় দিয়েছিলেন হাইকোর্ট।
'ক' ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে দিনটি পালিত হচ্ছিল।
১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা শুরু করে ও এই দিনকে সাধারণ ছুটি ঘোষণা করে আওয়ামী লীগ।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com