ঢাকা      বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিপরীতে সত্য তুলে ধরুন : সাংবাদিকদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

IMG
02 December 2024, 4:33 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নিয়ে পার্শ্ববর্তী মিডিয়া গুজব ছড়াচ্ছে, বাংলাদেশের মিডিয়াকে সর্তক থাকতে হবে। তিনি বলেন, দেশে একটা ঝড় বয়ে গেছে তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সে পর্যন্ত দেশের মানুষকে ধৈর্য ধারণ করতে হবে।

আজ সোমবার দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপাড়া এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এসময় ইসকন প্রসঙ্গে দেশীয় মিডিয়াগুলোকে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিষ্ঠা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে‌। আবু সাইদ হত্যা মামলাটি দ্রুত শুনানি করাসহ অন্যান্য সকল আসামীদের গ্রেপ্তারের কথা জানান তিনি। একই সাথে হত্যা মামলাগুলোর সাথে জড়িত কোন আসামিকে ছাড় না দেয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জান, র‍্যাবের মহাপরিচালক একে এম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাঈদের এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে তার।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন