ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো সাত শতাধিক বন্দী এখনো ধরা পড়েননি বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।
তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে ২২ শতাধিক আসামি পালিয়েছিল। এর মধ্যে ১৫০০ মতো বন্দীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার কারা অধিদপ্তরের বর্তমান কারাগারের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কারা মহাপরিদর্শক জানান, দেশের ৬৯ টি কারাগারের মধ্যে ১৭ টি কারাগার এখনো ঝুঁকিপূর্ণ। কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তাই প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ।
সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন আসামিকে জেল হাজতে আনা–নেওয়ার সময়ও ঘটে হামলার ঘটনা।
কারা কর্তৃপক্ষের বক্তব্য, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কারা অধিদপ্তরের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে এ কথা জানান কারা মহাপরিদর্শক।
তিনি বলেন, কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদের তা নিশ্চিত করা হচ্ছে। দেশের বেশকিছু কারাগারের অবকাঠামো এখনও দুর্বল, তা সংস্কারে কাজ করছে কারা কর্তৃপক্ষ।
কারারক্ষী কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com