ঢাকা      বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
শিরোনাম

ভারতের শাড়ি পুড়িয়ে রিজভীর প্রতিবাদ

IMG
06 December 2024, 11:07 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই অনুষ্ঠানে রিজভী ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে দিলে তাতে আগুন ধরিয়ে দেন নেতা-কর্মীরা।

এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘যারা আমার দেশের পতাকাকে নামিয়ে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমাদের মা-বোনেরা তারা আর ভারতীয় শাড়ি কিনবে না। তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো কিছু কিনবে না।’ বাংলাদেশ স্বনির্ভর উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এদের (ভারত) মুখাপেক্ষী হব না, আমরা ভারতীয় পণ্য বর্জন করব।’

এর আগে গত ২৭ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারতীয় পণ্য বর্জনের ডাকে দলের সমর্থন জানিয়ে তাঁর গায়ে থাকা কাশ্মীরি শাল পুড়িয়েছিলেন রিজভী।

ভারতের উদ্দেশে প্রশ্ন রেখে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘তোমরা আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার করছ। তোমরা আমাদের পছন্দ করো না। তারপরও তোমাদের জিনিস আমাদের কিনতে হবে? বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ না। আমরা এক বেলা খেয়ে থাকব, তারপরও আমরা মাথা নত করব না।’

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করে রিজভী বলেন, ‘তারা নিষ্ঠুর হাসিনাকে পছন্দ করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। বাংলাদেশ টিকে থাকুক এটা তারা চায় না। আজকে তারা নানা ধরনের উসকানি দিচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশের ভেতরে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উসকানিতে পা দেয়নি।’

তিনি বলেন, দু-একটা গোষ্ঠী থাকতে পারে, তারা চিহ্নিত হয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে।...আমাদের রাজনৈতিক দলগুলোর যে ঐক্য এটা ইস্পাতকঠিন ঐক্য। এই ঐক্য কেউ ভাঙতে পারবে না।’

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন